সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণ কে জানানো যাচ্ছে যে-১। বকেয়া বিদ্যুৎ বিল শীঘ্রই পরিশোধ করূন২। বিদ্যুৎ চুরি রোধ সহ অপচয় বন্ধ করুন৩। পীক সময়ে (বিকেল ০৫ টা হতে রাত ১১ টা) ওয়েল্ডিং মেশিন, ইস্ত্রী, ওভেন, হিটার, পানির পাম্প.........ইত্যাদি চালাবেন না।৪। ট্রান্সফরমার সচল রাখতে সংযুক্ত লোডের অতিরিক্ত লোডে বিদ্যুৎ ব্যবহার করবেন না। মাঝে মাঝেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অসাধু কার্যক্রম দমন সহ শাস্তি-মূলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস